• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারতে পালানোর সময় বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি আটক

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ১৭:২০ অপরাহ্ণ
ভারতে পালানোর সময় বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি আটক

মোঃ ইউসুফ হোসেন অনিক, বোরহানউদ্দিন॥ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ তাজউদ্দীন খাঁন কে (৫৩) আটক করেছে ইমিগ্রেশন পুলিশে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়।

তাজউদ্দিন বোরহানউদ্দিন উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের মরহুম আব্দুল গনি মাষ্টারের পুত্র ও ভোলা-২ আসনের আওয়ামী দলীয় সাবেক সংসদ আলী আজম মুকুলের আত্মীয়।

তিনি ভোলা সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২রা অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে।

এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদ করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়।

পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহার ভুক্ত আসামি।

তখন তাকে আটক করা হয়। সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে। ভোলা জেলা পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করবেন।