• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়ায় হাসপাতালকর্মীর পেটে ইয়াবা!

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯, ২০:৪৭ অপরাহ্ণ

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এসিস্ট্যান্ট লিটন মালীর (৩২) পেট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ভাণ্ডারিয়া থানার এএসআই মো. ফেরদৌস জানান, শনিবার সকালে লিটন মালী পাশের রাজাপুর উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ভাণ্ডারিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এসময় পুলিশ তাকে আটক করে।

তিনি জানান, এ সময় লিটন তার সাথে থাকা পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে। লিটনকে আটক করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অপর সহকর্মী ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় তুহিন লিটনকে কেন হ্যান্ডকাপ পরানো হয়েছে- এই বলে তার (এএসআই ফেরদৌস) ওপর চার্জ করেন।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল আলম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় লিটন দাবি করেন, তার কাছে কোন ইয়াবা ট্যাবলেট নেই। তখন পুলিশের জোর দাবির প্রেক্ষিতে লিটনের পেট ওয়াশ করে পলিথিনে মোড়ানো সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এক পিস গলে যায়।

এ বিষয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান, এসআই (উপ-পরিদর্শক) মো. শামসুদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।