ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের মাধবপুরা গ্রামের পাকা ইরিধান ট্রাক্টর মেশিন দিয়ে নষ্ট করল প্রতিপক্ষ। অভিযোগ সূত্রে জানা যায় মোসাঃ শাহিনুর বেগমের স্বামী- প্রতিবন্দ্বী মোঃ ছিদ্দিকুর রহমান ৬৪ শতক জমিতে ইরিধান রোপন করেন।
বর্তমানে উক্ত ধান পাকলে প্রতিপক্ষ মুনসুর মোল্লার পুত্র সহিদুল ইসলাম মোল্লা, ইসমাইল সিকদার এর পুত্র আঃ কাদের সিকদার, কাদের সিকদারের পুত্র সিফাতুল, মৃতঃ মোসলেম মুন্সীর পুত্র মোঃ জাকির মুন্সী, মকবুল গাজী পুত্র মনির কাজী, লাল মিয়ার সিকদার পুত্র মোঃ কবির সিকদার এবং মন্নাফ খলিফার পুত্র মামুন খলিফা এদের সাথে পূর্ব জমি সংক্রান্ত বিরোধ থাকায় গত ১৬ সেপ্টেম্বর-১৯ পরিকল্পিত ভাবে একত্রিত হয়ে সহিদুল ইসলাম মোল্লা ট্রাক্টর মেশিন দিয়ে ১৬ শতক জমির পাকা ইরিধান সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেয়।
এবিষয় প্রতিবন্দ্বী মোঃ ছিদ্দিকুর রহমান জানায় যে, আমার কবলাকৃত জমিতে আমি অনেক কষ্টকরে চৌষট্টি শতক জমিতে ইরিধান রোপন করি বর্তমানে উক্ত ধান পাকা অবস্থায় আমার প্রতিপক্ষ শহিদুল ইসলাম মোল্লার নের্তৃত্বে ১০/১২জন লোক নিয়ে জোর পূর্বক জমি দখল করার জন্য আমার ১৬ শতক জমির সম্পূর্ণ ধান কাদা মাটির সাথে মিশিয়ে দিয়ে আমার অনুমান বার হাজার টাকা ক্ষতিসাধান করে। এ
ঘটনায় আমি ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এব্যাপারে শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।