• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়ায় অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯, ১৬:১৯ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক

শামীম আহমেদ ॥

বরিশাল বিভাগের পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলা থেকে ২টি , দেশীয় ওয়ান সুটারগান, ৬ রাউন্ড কার্তুজ, ৩ শত পিচ লাল ও গোলাপী রংয়ের ইয়াবা ও ৪ শত গ্রাম গাঁজা সহ মোঃ এমরান (ওরফে এমরান সওদাগার) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব (৮) এর সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে বরিশাল র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো মেইলে পাঠানো তথ্য সূত্রে জানা গেছে র‌্যাবের গোয়েন্দা তথ্য মতে সোমবার রাত ২ টার দিকে র‌্যাবের বিশেষ একটি টহল দল এমরানের বাড়িতে অভিযান চালায় এসময় এমরান পালিয়ে যাবার চেষ্টাকালে র‌্যাব সদস্য তাকে আটক করে।

এমরানের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশীকালে স্থানীয় ব্যাক্তিদের উপস্থিতিতে বসত ঘড়ের ২য় তলায় শয়ন কক্ষের বিছানার পাশে কাগজের কার্টুনে রক্ষিত বাজারের শপিং ব্যাগের ভিতর থেকে ২ টি দেশীয় তৈরী ওয়ান সুটার গান, ৬ রাউন্ড কার্টুজ, ৩ শত পিচ লাল ও গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ আরো ৪ শ’ গ্রাম গাঁজা উদ্বার করা হয়।

র‌্যাবের তথ্যে আরো জানা যায় এমরান সওদাগার দীর্ঘদিন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় নিজেকে বিভিন্ন প্রশাসনের সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজী করে আসছিল।

এব্যাপারে র‌্যাবের সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ভান্ডরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

উল্লেখ্য র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।