ভাণ্ডারিয়া প্রতিনিধি ॥
ভাণ্ডারিয়া মাদক বিরোধী শক্তি নামে সদ্য আত্মপ্রকাশ কৃত সংগঠনের উদ্যোগে ভাণ্ডারিয়ায় গত ১৬ আগস্ট শুক্রবার সকালে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে “ভাণ্ডারিয়া মাদক মুক্ত চাই” স্লোগান সামনে রেখে মাদক বিরোধী র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ ও ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমানসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
র্যালি শেষে এক সভায় মাদক বিরোধী শক্তি সংগঠনের সভাপতি মোঃ হেলাল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন,ভাণ্ডারিয়া মাদক বিরোধী শক্তির সাধারণ সম্পাদক আল আমিন সরদার,যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু শিকদার,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাচান শাওন প্রমূখ্য।