• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৬:৫০ অপরাহ্ণ
ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত ১৮ নভেম্বর বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের মূল

কালাম ফরাজি ছিনতাইয়ের ঘটনার দিন থেকেই আত্মগোপনে ছিল। র‌্যাবের বিশেষ নজরদারিতে থাকা কালাম ফরাজি গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে এলে র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. জেহাদি হাসানের নেতৃত্বে দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের হারুন জোমাদ্দারের ছেলে মো. সুমন জোমাদ্দার প্রতিদিনের মতো ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়ার বাড়িতে পৌঁছামাত্র ওতপেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুমনকে লক্ষ্য করে তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় তিনি একজনকে ঝাপটে ধরলে অন্য ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সুমনের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার এবং কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদারকে আটক করে। পরে রাব্বি হাওলাদারের কললিস্ট চেক করে ছিনতাইয়ের মূলহোতা কালাম ফরাজির নাম সামনে আসে।

হোতা কালাম ফরাজিকে আটক করেছে বরিশালের র‌্যাব-৮ সদস্যরা। সে ভাণ্ডারিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত সাকায়েত ফরাজির ছেলে।