• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কর্তৃপক্ষ দৃষ্টি দিন

ভাঙ্গনের কবলে হিরন নগর

admin
প্রকাশিত জুন ২৫, ২০১৯, ০২:৫৩ পূর্বাহ্ণ
ভাঙ্গনের কবলে হিরন নগর

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের ভাটার খালী বস্তি উচ্ছেদের পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকাউয়া গ্রামে গড়ে ওঠে হিরন নগরের। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন এই ঘরশুন্য বাসীদের পুর্ণবাসন করে।

সেই এলাকার নামটির নাম করন করেন হিরন নগর নামে। হিরন নগরে বরিশাল সিটি কর্পোরেশনের অনেক ভোটার এবং চরকাউয়া ইউনিয়নের কিছু ভোটার বসবাস করে হিরন নগরে। গত কয়েক দিনে নদীতে পানি বৃদ্ধি হাওয়ার কারনে প্রবল ভাঙ্গনের ফলে বেশ কয়েকটি ঘর নদী গর্ভে চলে গেছে। হিরন নগর এলাকার ইলিয়াস মিয়া জানান, আমরা হিরন ভাই’র অনুদানে এখানে আছি।

আমাদের এখানে বিদ্যুৎ ছিলো না বরিশালের সাবেক এমপি জেবুন্নসা আফরোজ এমপি বিদ্যুৎ দিয়েছিলো। বর্তমানে ভাঙ্গনের কারনে আমরা হুমকির মুখে আছি। সাফেরা খাতুন বলেন, বাবা মোরা ওপার দিয়া এপার আইছি কিন্তু মোগো কেউ খোজ নেয় না। এখন দ্যাহেন ভাঙ্গনের মুখে পরে গেছি বেশি কয়েকটি ঘর নদী গর্ভে চলে গেছে কোন দিন যেন মোগোডাও যায়। এসময় তিনি বলে উঠেন ও আল্লাহ মোগো রক্ষা কর।

তবে বরিশালে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সাংসদ হওয়ার কারনে হয়তো দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানালেন স্থানীয় সচেতন মানুষ। সবার দাবী বরিশালের সাবেক জননন্দিত মেয়র শওকত হোসেন হিরনের নামে নাম করন করা এই বস্তিটি রক্ষায় সবাই কাজ করবে। তবে দ্রুত কার্যকারী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশালী।