• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ী সংগঠন চেম্বারকে স্মার্ট চেম্বার হিসাবে উন্নীত করতে হবে-এ্যাড.আফজাল হোসেন

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৩, ১৯:৩৫ অপরাহ্ণ
ব্যবসায়ী সংগঠন চেম্বারকে স্মার্ট চেম্বার হিসাবে উন্নীত করতে হবে-এ্যাড.আফজাল হোসেন

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যবসায়ী সংগঠন চেম্বারকে স্মার্ট চেম্বার হিসাবে উন্নীত করতে হবে। কারন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপুর্ন। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের সময় আশাতিত ব্যাপক উন্নয়ন হয়েছে।

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ীসহ আমাদের সবাইকে এগিয়ে আসার আসতে হবে। ২৮ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা মিলনায়তনে জেলার ব্যবসায়ীদের প্রতিষ্ঠান “দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি”র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, চেম্বারের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,

সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ, পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সামসুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মনির খান,

চেম্বারের সদস্য মোঃ নাসির উদ্দিন খান, জহির উদ্দিন হেলাল, মাহফুজা ইসলাম, ইব্রাহিম সাইফুল প্রমুখ। এছাড়াও বিগত সাধারন সভার প্রতিবেদন উপস্থাপন করেন চেম্বারের পরিচালক মাহমুদ কামাল। ২০২২ সালের চেম্বারের আয়-ব্যয় ও অডিট রিপোর্ট পেশ করেন ক্রেডিট সমবায় সমিতির বিশিষ্ট সংগঠক গৌতম দেবনাথ।