• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিন থানা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৪, ২১:৪৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিন থানা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন থানা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে থানা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন থানা ইনচার্জ (ওসি) মোঃ শাহীন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভূমি সহকারী কমিশনার নাজমুল আহসান, ভোলা ডিবি ওসি মোঃ এনায়েত হোসেন, বরিশাল কোর্ট ইন্সপেক্টর জিয়াউল হক, বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন মিয়া, বিভিন্ন থানার ইনচার্জ বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে ভোলার জনপ্রিয় শিল্পী বাধঁন তালুকদার সহ বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠানটি মাতিয়ে তুলেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন ফারদিন আল সোহেল।