• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে স্বপ্নতরীর ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ২১:১৬ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে স্বপ্নতরীর ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

বোরহানউদ্দিন প্রতিনিধি॥ এক ঝাঁক তরুন মেধাবী শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নতরীর ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বপ্নতরীর ১০ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি আবি আবদুল্ল্যা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, কবি ও সাহিত্যিক মোঃ হাসান মাহমুদ, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এমএম জসিম, বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোবাশ্বের হাসান শিপন প্রমূখ।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।