• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে রথযাত্রা উদযাপন

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪, ২১:৩২ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে রথযাত্রা উদযাপন

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: NightHDR; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলা বোরহানউদ্দিনে শুভ রথযাত্রা উদযাপন করা হয়। সোমবার বিকেলে বোরহানউদ্দিন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির থেকে উপজেলা রোড প্রদক্ষিণ করে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম, ভাওয়াল বাড়ি মন্দিরে গিয়ে সমাপ্ত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদ ও রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে এ রথযাত্রা উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দে ও রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি বিল্টু চন্দ্র দাস সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীরা।