• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে জখম

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ১৬:৪৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে জখম

ইউসুফ হোসেন অনিক, বোরহানউদ্দিন॥ ভোলার বোরহানউদ্দিনে শেখ ফরিদ (৪০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রবিবার (০১ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাকলাই বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত শেখ ফরিদ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাকলাই বাড়ির মৃত আমির বাকলাই এর পুত্র।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে শেখ ফরিদ বাকলাই বাড়ির সামনে মসজিদে এশা নামাজ আদায় শেষে বেড় হয়ে দোকানের সামনে রাখা মোটরসাইকেলের কাছে আসলে আগে থেকে ওঁত পেতে থাকা ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

এসময় শেখ ফরিদকে বেধড়ক পিটিয়ে দু হাতের একাধিক স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তারা। পরে তার চিৎকারে স্থানীয় হারুন, ইউনুস মৃধা সহ বেশ কয়েকজন মুসুল্লি এগিয়ে আসে। তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার সঙ্গে স্থানীয় সফি বাকলাই, শামীম বাকলাই, শাহিন বাকলাই জড়িত বলে আহত শেখ ফরিদের স্ত্রী অভিযোগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।