• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা পুলিশ সহ আহত-৫

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ১৭:২৫ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা পুলিশ সহ আহত-৫

বোরহানউদ্দিন প্রতিনিধি॥ মা ইলিশ রক্ষা অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জেলেদের হামলায় পুলিশ সহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ২৭ অক্টোবর; রবিবার বিকেলে উপজেলার গংগাপুর ইউনিয়নের সীমান্তবর্তী তেতুলিয়া নদীতে।

বোরহানউদ্দিন উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসান জানান, ২৭ অক্টোবর রবিবার বিকেলে তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশের শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন জেলে কে ইলিশ ধরতে দেখা যায়।

ওদেরকে ধরতে সঙ্গীয় ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় সঙ্গীয় পুলিশ সদস্যসহ আমাদের উপর আক্রমণ করে জেলেরা। আক্রমণে এ.এস.আই মোঃ হেলালের কাধ বৌঠার আঘাতপ্রাপ্ত হয় ও একজন কনস্টেবল এর আঙুল ফেটে যায়।

ওই পরিস্থিতিতে কম জনবল হওয়া সত্বেও সাহসীকতার সহিত দুর্বৃত্তদের তাড়া করে ২টি নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস কর্মকর্তাকে, ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানউদ্দিন থানা বরাবর লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়।