ইউসুফ হোসেন অনিক : বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজকের এই দিনে ২৭ অক্টোবর ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম যিনি পরবর্তীতে সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। দেশের অন্যতম বৃহৎ এই যুব সংগঠন বিগত ফ্যাসিষ্ট সরকারের ১৬ বছরে পুরোদমে মাঠে আন্দোলন করতে না পারলেও ভিতরে ভিতরে ছিল সুসংগঠিত।
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহবায়ক সিহাবউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সদস্য সচিব জসিম উদ্দিন খানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ২০১৮ সালের বিএনপি দলীয় বিকল্প সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য যুব আইকন ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
এসময় ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ যুবদলের নেতাকর্মীদের সকলকে কর্মদক্ষতা অর্জন করে দেশের বেকার সমস্যার সমাধান করার জন্য আহ্বান জানান। এর পাশাপাশি বিগত ১৫ বছর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ছাত্রদের বিভিন্ন চাকুরির জন্য প্রস্তুতি নিতে বলেন।
এর আগে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সভাস্থলে সমবেত হন। উপজেলার উত্তর বাসস্ট্যান্ড খোলা মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক হাসান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম, যুগ্ন আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কবির, যুগ্ম আহ্বায়ক আলী আকবর পিন্টু , যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক আঃ রব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফকরুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান শাহিন ,পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, পৌর যুবদল নেতা মেহেদী হাসান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারন সম্পাদক তানজিল হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাওন, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, আঃজব্বার কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক সৈকত জাহান হৃদয় সহ পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাবেবক দল, ছাত্রদল, শ্রমিকদল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।