বোরহানউদ্দিন প্রতিনিধি॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শালীশদের উপস্থিতিতে বোরহানউদ্দিন উপজেলায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পক্ষিয়া ৮নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ী এ ঘটনা ঘটে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহত মো. সিরাজুল ইসলাম (৪২) জানান, আমার ফুফু নুরজাহান আমাদের কাছ থেকে ওয়ারিশী যে সম্পত্তি পেয়েছে স্থানীয় শালীশদের মাধ্যমে তা দুটি খতিয়ানে দিয়েছি। তারা প্রায় ৩০ বছর যাবত ভোগ দখলে আছে। তাদের নামে বি.এস খতিয়ানও হয়েছে।
এলাকার দুষ্ট প্রকৃতির লোকের পরার্মশে ফুফুর ওয়ারিশ গণ আমাদের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে জমি পাবে বলে দীর্ঘ দিন ঝামেলা করছে।
১৫ জুলাই সোমবার সকালে বাড়ীতে স্থানীয় শালীশদের নিয়ে এ বিষয় বসলে বাকবিতন্ডের এক পর্যায়ে মো. গিয়াস উদ্দিন (৫৫), মো. জামাল হোসেন (৩৮), আকতার হোসেন (৪৫), রাজিয়া বেগম (৫৫), বিউটি বেগম (৩০) সহ আরও অনেকে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে ওই শালীশগণের উপস্থিতিতে আমাদের উপর হামলা করে বেদম মারধর করে জখম করেন।
এতে আমি সহ আমার বাবা নসু মীর (৭৫), মো. জসিম (৪৫), আচমা বেগম (২৫) ও জান্নাত (৩২) কে পিটিয়ে আহত করেন এবং আমার বোন আচমা বেগমের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় হামলাকারীরা।
আমরা ৫জন গুরুত্বর আহত অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছি। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে মো. গিয়াস উদ্দিন গংদের সাথে আলাপ করার চেষ্টা করে তাদের কে পাওয়া যায়নি।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার এস.আই মো. সলিমুল্ল্যাহ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।