• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

ইউসুফ হোসেন আনিক, বোরহানউদ্দিন : দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসের প্রগাপান্ডা ছড়ানো ও ছাত্র-জনতার আন্দোলনে মানুষ হত্যার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে পৌর যুবদল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সড়কে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মৃধার নেতৃত্ব মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ন আহ্বায়ক শাহিন পঞ্চায়েত, যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান সাগর, যুগ্ন আহ্বায়ক শাহিন হাওলাদার, যুগ্ন আহ্বায়ক সুমন পঞ্চায়েতসহ ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা।

এসময় বক্তারা ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের হত্যার বিচার দাবি করে শেখ হাসিনা সহ তার দোষরদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জোর দাবী জানান।