বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতাসহ পেনশন প্রথা চালুর দাবী এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতী পালন করেছে বোরহানউদ্দিন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সোমবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয় সম্মুখে এ অবস্থান ও কর্মবিরতী পালন পালন করেন। উক্ত কর্মসূচিতে বোরহানউদ্দিন পৌর সচিব প্রনয় সাহা, বোরহানউদ্দিন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি ইউসুব আলী, সাধারণ সম্পাদক মনজুর হোসেন প্রমূখ সহ বোরহানউদ্দিন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।