• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে দূর্গাপূজায় নাশকতা এড়াতে পাশে থাকবে ছাত্রদল

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ২১:১২ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে দূর্গাপূজায় নাশকতা এড়াতে পাশে থাকবে ছাত্রদল

ইউসুফ হোসেন অনিক, বোরহানউদ্দিন : আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বোরহানউদ্দিন উপজেলার সকল মন্দিরের প্রতিমা দর্শন ও উপজেলার ২০টি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে উপজেলার ২০টি মন্দিরের প্রতিমা নির্মান কার্যক্রম পরিদর্শন করেন বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন রক্ষিত ও সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।

এসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার বলেন, ভোলা-২ বোরহানউদ্দিন ও দৌলতখাঁনের জনপ্রিয় সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নির্দেশে আমরা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষে ছাত্রদলের কর্মীরা উপজেলা ও পৌরসভার ২০টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সার্বক্ষনিক স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত থাকবো সনাতন ধর্মাবলম্বীদের নেতারা বিএনপির ইতিবাচক সম্পর্কের কথা তুলে ধরে বলেন অতীতেও জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাহেব তাদের খোঁজ খবর রেখেছেন এবং ভবিষ্যতে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

হিন্দু নেতারা বলেন, বিএনপি নেতাদের সহযোগিতা পেলে আগামী দিনে তারা জাতীয়তাবাদের সঙ্গে থাকতে চান। বিএনপি নেতারা তাদের সুখে দুখে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করেন তারা।