ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহান উদ্দিন উপজেলায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাসাতে ঘরে আগুন লাগানোর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের ৬নং ওয়ার্ডের আবু সিকদারের পরিবার ও নুরুল ইসলাম সর্দার, মোঃ আকবর দত্তের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ ও জমি বিরোধ চলে আসছে। নুরুল ইসলাম সর্দার ও আকবর গংদের ফাসিয়ে জমি দখল করার জন্য মৃত আবু সিকদারের পরিবারের লোকজন বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে ও ষড়যন্ত্র করে হয়রানি করতে থাকে।
এক পর্যায়ে গত ১২/০৬/১৯ তারিখে মৃত আবু সিকদারের স্ত্রী মোসাঃ মালেকাসহ একই ওয়ার্ডের স্বপ্না আক্তার, জাহানারা বেগম, রিয়াজ, রেবু, মুনাফ বেপারী, ও জাহাঙ্গিরের ছেলে জুয়েলসহ আরো কয়েকজন মিলে চক্রান্ত করে গভীর রাতে নিজেরা ঘরে আগুন লাগিয়ে ষড়যন্ত্রকারীদের মধ্যে মালেকা কে বাদী করে পরদিন বোরহান উদ্দিন থানায় মামলা দায়ের করেন। যার নং ১১। অগ্নিসংযোগ, লুটপাটের মিথ্যা ও সাজানো ঘটনার মামলায় পদ্মা ৬নং ওয়ার্ডের আকবর, মোঃ আলী, নুরুল ইসলাম সর্দার, ফজল হক দত্ত, কাসেম আলী, মোঃ মন্নান, জয়নব, নিপা এবং তজুমুদ্দিন উপজেলার কোরালমারা ৮নং ওয়ার্ডের কবিরকে আসামি করা হয়।
ভুক্তভোগী ও মামলার আসামি নুরুল ইসলাম সর্দার জানান, পূর্ব শত্রুতার জের ধরে মালেকা কুচক্রী মহলের সহযোগিতায় নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এবং আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আমরা এ ঘটনার সুস্থ তদন্ত ও ন্যায় বিচার দাবি করছি।