• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪, ২০:১৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এম্বুলেন্সচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ভোলা-চরফ্যাসন সড়কের বোরহানগঞ্জে বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাজী মো: সিরাজুল ইসলাম (৬৫) বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরহুম রফিকুল ইসলামের ছেলে।

বোরহানউদ্দিন থানা–পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলাম বাসা থেকে সাইকেলে বোরহানগন্জ যাইতেছিলেন। তখন ভোলা থেকে চরফ্যাশনগামী একটি দ্রতগামী এম্বুলেন্স তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান।

বোরহানউদ্দিন থানার এস আই মো: মনির জানান, এম্বুলেন্সচালক মো: মেহেদীকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া চলমান আছে।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাব্বারুল ইসলাম বলেন, এম্বুলেন্স জব্দ ও চালক আটক আছে, মামলার বিষয় প্রক্রিয়াধীন।