• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সচেতন মহলের সাধুবাদ

বোরহানউদ্দিনে এসিল্যান্ড মেহেদী হাসানের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ২৩:৪৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে এসিল্যান্ড মেহেদী হাসানের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল : ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এর উদ্যোগে বন্ধ হলো বাল্য বিবাহ।

২৪ নভেম্বর রাতে উপজেলার হাসাননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ইউনিয়নে অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়ে ও অপ্রাপ্ত বয়স্ক ছেলের বাল্যবিবাহের অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এসময় তিনি বিয়ের আয়োজন বন্ধ করার নির্দেশ দেয়।

পরবর্তীতে মেয়ের বাবা, ছেলের দুলাভাই ও ছেলের মুচলেকা নিয়ে তাদের ছেরে দেয়া হয়। পাশাপাশি তারা ছেলের বয়স ২১ বছর ও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হবার পূর্বে বিয়ের আয়োজন করবে না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ, স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেই। ভবিষ্যতেও বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের আওতায় বাল্যবিবাহ নিরোধ আইনের প্রয়োগ করা হবে এবং এধরণের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।