• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

বিডিক্রাইম
প্রকাশিত মে ৬, ২০২৪, ১৫:১০ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিনে ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র এন্ড অপটিকস্ ফেয়ার এর উদ্বোধন করা হয়েছে। ৬ মে, সোমবার সকাল ১০টায় উপজেলা সড়কে কুতুবা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পালোয়ান মঞ্জিলে এ চিকিৎসা কেন্দ্র দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইসলামিয়া চক্ষু হাসপাতাল, খামার বাড়ি, ফার্মগেইট ঢাকা এর সহকারী অধ্যাপক, রেটিনা বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা: মো: নাজমুস সাকিব রোগি দেখার মধ্যে দিয়ে উদ্বোধন ঘোষনা করেন।

এসময় ইসলামিয়া চক্ষু হাসপাতাল, খামার বাড়ি, ফার্মগেইট ঢাকা এর এফসিপিএস, এমবিবিএস ডা: তানভির কবির উপস্থিত ছিলেন। এরপর থেকে প্রতি শুক্রবার নিয়মিত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ চোখের যে কোন সমস্যা জনিত রোগি দেখবেন বলে জানিয়েছেন এ চিকিৎসা কেন্দ্রের পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ¦ মো. অলি পালোয়ান। তিনি আরও জানান, শুকরিয়া প্রথম দিনই রোগীদের ব্যাপক সাড়া পেয়েছি।