বোরহানউদ্দিন প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলায় আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সড়কের ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র বাস ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আওয়ামীলীগ অফিসে কেক কেটে দিনটি উদযাপন করেন।
এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগ, উপজেলা সেচ্ছাসেবকলীগ, পৌর সেচ্ছাসেবকলীগ, উপজেলা শ্রমীকলীগ, পৌর শ্রমীকলীগ, কৃষকলীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।