• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনের সাবেক মেয়র মিলন মিয়ার সহধর্মিনীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২১, ২০২৪, ০০:০৮ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনের সাবেক মেয়র মিলন মিয়ার সহধর্মিনীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার সহধর্মিনী মুক্তা মনি ফাতেমা বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ২১শে জুন তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

পরে দিন তাকে বোরহানউদ্দিন উপজেলার মিলনবাজার সংলগ্ন এলাকার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মরহুমার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বোরহানউদ্দিন দেউলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী সিরাজুল হক কুট্টি মিয়ার মেয়ে মিসেস মুক্তা মনি ফাতেমা বেগম এর রুহের মাগফিরাত কামনা করে তার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীকে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানিয়েছেন তার ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওন।