• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনের প্রয়াত বিএনপি নেতা মিলন মিয়াকে বিনম্র চিত্তে স্মরণ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ২০:৪৪ অপরাহ্ণ
বোরহানউদ্দিনের প্রয়াত বিএনপি নেতা মিলন মিয়াকে বিনম্র চিত্তে স্মরণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ দলের জন্য বিশেষ অবদান রাখায় বোরহানউদ্দিন পৌর বিএনপির প্রয়াত সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। হাফিজ ইব্রাহিম প্রয়াত মিলন মিয়ার সম্মাননা স্মারক তার বড় ছেলে মেহেদী হাসান সাগর এবং ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও প্রয়াত মিলন মিয়াকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন।

সভায় তার ত্যাগ ও দলের প্রতি তার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির। এসময় তিনি বলেন, “সাইদুর রহমান মিলন মিয়া ছিলেন একজন প্রকৃত কর্মীবান্ধব নেতা। দলের সংকটময় মুহূর্তেও তিনি ছিলেন দলের নিবেদিত প্রাণ। দীর্ঘদিন মিলন মিয়ার সাথে একসাথে কাজ করেছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, সাইদুর রহমান মিলন মিয়া বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ছিলেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। পৌর বিএনপির একাধিক নেতারা জানিয়েছেন, সাইদুর রহমান মিলন মিয়া আমৃত্যু জিয়াউর রহমান ও খালেজা জিয়ার নীতিকে বুকে ধারন করে হাফিজ ইব্রাহিমের আদর্শের কা-ারি হিসাবেই জীবন কাটিয়েছেন। অসুস্থ শরীর নিয়েও আমৃত্যু আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকারের একাধিক মামলার। সাধারণ মানুষের হয়ে কাজ করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি নিজ এলাকায় দরিদ্র, অসহায়, গরিব, দুঃখী মানুষের জন্য কাজ করে ভালোবাসা অর্জন করেন। রাজনীতিতে আত্মনিয়োগ করার পর তিনি পৌর শহরের পাশাপাশি উপজেলার জনগণ তাকে অন্তরে ঠাঁই দিয়ে আন্তরিকভাব তার রাজনীতির যথার্থ মূল্যায়ন করেছেন। তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পৌরসভার মেয়র হিসেবে দীর্ঘবছর দায়িত্ব পালন করে তিনি পৌর এলাকায় ব্যপক উন্নয়নমূলক কাজ করেছেন।