• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগী ইউএনওর বদলী আদেশ প্রত্যাহারের দাবি

বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সড়কে অবস্থান কর্মসূচি

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ১৭:১৭ অপরাহ্ণ
বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সড়কে অবস্থান কর্মসূচি

স্বপন কুমার ঢালী, বেতাগী: বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগন অবস্থান কর্মসূচি পালন করেন।

 

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় বেতাগী বাসস্ট্যান্ড এলাকার চৌমাথায় সড়কে ঘন্টাব্যাপি এই কর্মসূচি করেন। এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বেতাগী সরকারি কলেজের সকল সাধারণ শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনসাধারণ অংশগ্রহণ করেন।

 

জানা গেছে, গত ১০ নভেম্বর ২০২৪ তারিখে স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের একপ্রজ্ঞাপনে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় স্থানান্তরিত হওয়ার আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনসাধারণের আয়োজনের সাথে সংহতি প্রকাশ করেন। এই অবস্থান কর্মসূচির

 

সাথে সম্পৃক্ত হোসেন আলী সিপাহী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ গত ৩০ জুন ২০২৩ তারিখে বেতাগীতে যোগদানের পর থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেতাগী উপজেলা শাখার সমন্বয়ক সজল মাহমুদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারুক আহমেদ উপজেলার বিভিন্ন  মসজিদ ও মন্দিরে উন্নয়নমূলক কাজ করেছেন।

 

রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়নসহ উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়া বক্তব্য রাখেন ,রিজন, সজীব,অন্তু খলিফা, শিহাব , হাসিবুর রহমানসহ আরো অনেকে। বেতাগী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ একজন মানবিক কর্মকর্তা।

 

এলাকার উন্নয়নমূলক অনেক কাজ করার করেছেন। এবিষয় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সরকার কর্তৃক অর্পিত প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি এবং কোন কাজে  অনিয়ম ও দুর্নীতিকে প্রশয় দেওয়া হয়নি।