বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত দশটায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে দৈনিক নয়া দিগন্তের বেতাগী উপজেলা সংবাদদাতা মো: কামাল হোসেন খানকে সভাপতি এবং সাপ্তাহিক বিশ্ব মিডিয়া পত্রিকার জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার প্রভাষক লিটন কুমার ঢালীকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া কার্য নির্বাহীর কমিটির অন্যরা হলেন কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী সহ-সভাপতি, দৈনিক রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক,
অনলাইন পোর্টাল সংবাদ দিনরাতের উপজেলা প্রতিনিধি মো. আল আমিন কোষাধ্যক্ষ, অনলাইন পোর্টাল আমার বরিশালের প্রতিনিধি আব্দুর রহিম সদস্য,
দৈনিক সাগরকূল উপজেলা প্রতিনিধি লিপিকা মন্ডল অর্পিতা সদস্য এবং অনলাইন পোর্টাল বিডিক্রাইমের উপজেলা প্রতিনিধি মে. মেহেদী হাসান কে সদস্য করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী।