• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগী উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা পুলিশের জিম্মায়

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪, ১৯:১২ অপরাহ্ণ
বেতাগী উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা পুলিশের জিম্মায়

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি ফাইজুল হক রাব্বিকে বৃহস্পতিবার সন্ধ্যায় (১৯ ডিসেম্বর) বেতাগী থানা পুলিশ আটক করেছে। তবে থানা পুলিশ ভাষ্যমতে সেচ্ছাসেবকলীগেরর সহসভাপতি রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এদিকে রাব্বিকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক জুড়ে ঝড় উঠেছে। গ্রেপ্তার না আটক এই বেতাগী পৌরশহরে চলছে নানা আলোচনা।

এবিষয় সাংবাদিকদের কাছেও তথ্য দিতে রাজি নন থানা পুলিশ। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির মোবাইলে বলেন, ‘ ফাইজুল হক রাব্বির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এটা সত্য। তবে তাকে উদ্ধর্তন মহলের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

সেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাব্বির বিরুদ্ধে কোন অভিযোগ রয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে বরগুনার পাথরঘাটা ও বামনা থানায় মামলা রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯:১৫ মিনিট) তাকে গ্রেপ্তার দেখানো হয়নি এবং ছেড়ে দেয়াও হয়নি।