• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীর পুটিয়াখালী হরিচাঁদ মন্দিরের পূজার সামগ্রি চুরি, পূজা উদযাপন পরিষদের নিন্দা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৩, ২০২৪, ১৮:১৬ অপরাহ্ণ
বেতাগীর পুটিয়াখালী হরিচাঁদ মন্দিরের পূজার সামগ্রি চুরি, পূজা উদযাপন পরিষদের নিন্দা

স্বপন কুমার ঢালী: গত দুই সপ্তাহ ধরে বেতাগী উপজেলার  বিভিন্ন একাধিক বসতঘর, দোকানঘর, মন্দিরে  চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে বেতাগী উপজেলার পুটিয়াখালী গ্রামে হরিচাঁদ মন্দিরের পিতল ও কাঁসা দ্বারা তৈরিকৃত আসবাবপত্র ও পূজার সামগ্রী চুরি হয়েছে। মন্দিরের চুরির ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সুশীল সমাজের নেতৃবন্দ। জানা গেছে, গত ২ সপ্তাহ ধরে বেতাগীর বিভিন্নস্থানে রাতে ও শহরে এলাকায় বাসাবাড়িতে দিবালোকে চুরির ঘটনা ঘটেছে। প্রতি রাতেই একাধিক ঘরে সিঁদ কেঁটে, তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলা যখন বেতাগী পৌর  শহরের বাসাবাড়িগুলোতে গৃহকর্তারা বাসা তালাবদ্ধ করে অফিসে বা ব্যাবসা প্রতিষ্ঠানে যান, তখন বাসাবাড়ি খালি পেয়ে ঘরের তালা ভেঙে গুরুত্বপূর্ন মালামাল, টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। গতকাল শনিবার   রাতে (২ মার্চ) পুটিয়াখালী গ্রামের হরিচাঁদ ঠাকুরের  মন্দিরে প্রার্থনা শেষে পুরোহিত রাত ১১ টায় তার নিজস্ব বাসাবাড়িতে বিশ্রামে চলে যান।

গভীর রাতে মন্দিরের দরজার তালা ও প্রনামী বাক্সের তালা ভেঙে  পূজার সামগ্রী কাঁসরঘন্টা, পাজাল প্রদীপ, ঝুরি, প্রদীপ জালানো স্ট্যান্ড, কাঁসা (বাজনা বিশেষ) এবং ভক্তদের প্রনামী দান বাক্সের  নগদ টাকা নিয়ে যায়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরিমল চন্দ্র মিস্ত্রী  বলেন, চুরি হয়ে যাওয়া মালামালের মূল্য  ৬০ হাজার টাকার বেশি হবে। এ ব্যাপারে আজ রবিবার দুপুরে (৩ মার্চ) বেতাগী থানায় একটি জিডি করা হয়েছে।’ পুটিয়াখালী গ্রামের বাসিন্দা শিক্ষক পরিমল চন্দ্র ঘরামী বলেন,’ মন্দিরের পূজার সামগ্রী চুরি হয়েছে, এটা লজ্জার বিষয়। আমরা এমন ন্যাক্করজনক ঘটনার নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ‘ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বেতাগী উপজেলা শাখার সদস্য সুমন গুহ ও স্বপন কুমার ঢালী বলেন,’ মন্দিরের পূজা ও প্রাথর্ণা করার মালামাল চুরি হয়েছে এমন ঘটনা দু:খজনক। এবিষয় অতি শিকগিরই চোর শনাক্ত করে মালামাল উদ্ধার ও উপযুক্ত শাস্তির জোড়ালো দাবি জানিয়েছেন।’ বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. মাহবুবুর রহমান বলেন,’ বেতাগী থানায় জিডি হয়েছে, মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’