• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীর পুটিয়াখালী সেবাশ্রমে নামযজ্ঞানুষ্ঠান

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ২০:৪৬ অপরাহ্ণ
বেতাগীর পুটিয়াখালী সেবাশ্রমে নামযজ্ঞানুষ্ঠান

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী বাংলাদেশ সেবাশ্রমের ১৪তম বার্ষিকী নামযজ্ঞানুষ্ঠান আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে।

আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হবে।

অনুষ্ঠান আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বরগুনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী’র প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রমের পুটিয়াখালী শাখা সেবাশ্রমে বিশ্বের সকলের শান্তি কামনায় প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করেন।

আয়োজকদের পক্ষ থেকে প্রদীপ কুমার গোমস্তা মিলন বলেন,’ দেশের মানুষের শান্তি কামনায় প্রতিবছর এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এতে সকলে স্বত:স্ফূতভাবে অংশ নিচ্ছেন।

নামযজ্ঞানুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬ টি কির্তনীয়া সম্প্রদায় অংশগ্রহণ করে। এরা হলো ভোলা থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘ সম্প্রদায়, ঝিনাইদহ থেকে লবকুশ সম্প্রদায়, সাতক্ষীরা থেকে মা কুমুদিনী সম্প্রদায়, খুলনা থেকে অদ্বৈতানন্দ সম্প্রদায়, ভোলা থেকে গৌর নিতাই সম্প্রদায় এবং বরিশাল থেকে কুঞ্জবিহারী সম্প্রদায় ।

সোমবার ব্রহ্মমূর্হূত থেকে অর্থাৎ রাত চারটা থেকে এই নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন কয়েক হাজার ভক্ত অংশ নিয়ে অন্নপ্রসাদ গ্রহণ করছেন।

আয়োজক কমিটি সভাপতি অমৃত লাল দে কলেজের অধ্যাপক বিকাশ চন্দ্র হাওলাদার জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকলে নিমন্ত্রন জানিয়েছেন এবং শান্তি কামনায় পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন।