বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে পনেরো হাজার টাকা মূল্যের ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর রাতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯ এর অংশ হিসেবে বিষখালী নদীর আওড়াবুনিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তর।
পরে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহসান ও মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব এর উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দকৃত জাল বিনষ্ট করা হয়।