• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীতে ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯, ০১:০৩ পূর্বাহ্ণ
বেতাগীতে ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে পনেরো হাজার টাকা মূল্যের ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর রাতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯ এর অংশ হিসেবে বিষখালী নদীর আওড়াবুনিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তর।

পরে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহসান ও মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব এর উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দকৃত জাল বিনষ্ট করা হয়।