• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বেতাগীতে শেষ মুহূর্তে পূজা মন্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২২, ২১:৩৪ অপরাহ্ণ
বেতাগীতে শেষ মুহূর্তে পূজা মন্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ
স্বপন কুমার ঢালী, বেতাগী : মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। আর মাত্র বাকি ২ দিন। চলছে ধোয়ামোছার কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১ অক্টোবর ষষ্ঠী তিথিতে অধিবাসের মধ্য থেকে শুরু হতে যাচ্ছে। সকল পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়। প্রতিমা তৈরির শিল্পীরা রং তুলতে ব্যস্ত সময় পার করছে। এদিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের ১৭১ বছরের পুরোনো পূজা অর্থাভাবে বন্ধ হচ্ছে এ বছর।
সনাতনীদের (হিন্দু) শাস্ত্র মতে, ব্রহ্মার বর অনুযায়ী কোনো মহিষাসুরকে একমাত্র নারী শক্তির দ্বারা সম্ভব ছিল বধ করা। কোনো মানুষ বা দেবতা দ্বারা তাকে বধ করা সম্ভব ছিল না। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব শক্তি দ্বারা সৃষ্ট নারীশক্তি সিংহবাহিনী মা দুর্গা মহিষাসুরকে পরাজিত করে হত্যা করেন। মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। আর এভাবেই মহালয়ার দিনে দেবী দুর্গার আগমন ঘটে মর্ত্যলোকে। গত ২৫ অক্টোবর রবিবার মহালয়ার মধ্যে দিয়ে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বেতাগী পূজামন্ডপ গুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। শেষ মুহূর্তে প্রতিমা তৈরির লিল্পীরা প্রতিমাগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হচ্ছে মাটির বাহারি নকঁশা। শেষ মুহূর্তের রং তুলি আঁচর দিচ্ছেন প্রতিমা শিল্পীরা। এ পেশার শিল্পীরা তাঁদের মনের মাধুরী মিশিয়ে কাজ করছেন।
    উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী দক্ষিণ-পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বপন কুমার সিকদার বলেন,’ এ পূজা মন্ডপে রং তুলি কাজ বুধবার শেষ হয়েছে। এখন আমাদের কর্মীদের নিয়ে ধোয়ামোছার কাজে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।’
      সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা মতে, আগামী ১ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুভারম্ভ হবে। যথাক্রমে ২ অক্টোবর মহাসপ্তমী, ৩ অক্টোবর মহাঅষ্টমী, ৪ অক্টোবর মহানবমী ও ৫ অক্টোবর দশমীর দিনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় উৎসব সম্পন্ন হবে।
   নবযুগ পঞ্জিকার বর্ণনানুযায়ী, এবছর ২ অক্টোবর মহাসপ্তমীতে দেবী দুর্গা গজে মর্তে আগমন করবে এবং ৫ অক্টোবর দশমী তিথি নৌকায় কৈলাসে গমন করবে। সেই সাথে পৃথিবীতে শষ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণতায় ভরে উঠবে।
   বেতাগী পৌর শহরের জেলাপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা তৈরি কাজ করতে আসা বিমল পাল জানায়, মাত্র দু একদিনের মধ্যে রং তুলির কাজ শেষ করতে হবে। এখন দিন রাত সমান কাজ করতে হচ্ছে।’
বেতাগী উপজেলার ১ টি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ৩৭ টি পূজা মন্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় ৪টি পূজা মন্ডপ বেড়েছে।
   উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের  মন্ডল বাড়ির দূর্গা পূজা এ বছর প্রয়োজনীয় অর্থাভাবে বন্ধ হচ্ছে । এ বিষয় রাজীব মন্ডল বলেন,’ ইংরেজ শাসনামল ১৮৫১ সালে থেকে এ বাড়ির পূজা হয়ে আসছে। এ বছর পূজা করার মত লোকজনের   অভাবে পূজা হচ্ছে না। ‘
জানা গেছে,গত ২ বছর মহামারি করোনার কারণে নিয়মরক্ষার পূজা উদযাপিত হলেও। এবছর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উদযাপিত এ তথ্য  জানান উপজেলা আয়োজকদের পক্ষে পূজা উদযাপন পরিষদ।
বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার মুঠোফোনে বলেন, মহামারি করোনার কারণে গত দুই বছর সকল নিয়ম কানুন ও স্বাস্থ্যবিধি মেনে নিয়মরক্ষার পূজা হয়েছে। এবছর বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গা পূজা হচ্ছে। গত বছরের তুলনায় এবার ৪টি পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে ।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, দূর্গা পূজা উপলক্ষে পূজামন্ডপ গুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে ও কঠোর নিরাপত্তা বিদ্যমান থাকবে।’