স্বপন কুমার ঢালী, বেতাগী: বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর ওপর বর্বোচিত হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিচারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেন সহপাঠী শিক্ষার্থী এবং অভিভাবকরা।
। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে পড়ালেখা এবং আর কোন শিক্ষাথীর ওপর হামলা যাতে না হয় এব্যাপারে জোড়ালো দাবি জানান । ন্যায়সংগত বিচারের দাবি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধনে বক্তব্য রাখেন বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য মো: রিয়াজ সিকদার , বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো: আরিফ মৃধা, ভুক্তভোগি শিক্ষার্থীর বাবা মো. খোকন সিকদার, সহকারি শিক্ষক স্বপন কুমার ঢালী, সহকারি শিক্ষক কমলেশ চন্দ্র শীল, ওমর ফারুক, আব্দুর রহমান, বিদ্যালয় এলাকা বাসিন্দা মাইনুল হোসেন গাজী, সাংবাদিক মো: কামাল হোসেন খান, মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সামিরা আক্তার, তৃপ্তি চন্দনাসহ আরো অনেকে। ইউপি সদস্য মো: রিয়াজ সিকদার বলেন, বিদ্যালয় চলাকালীন সময় মেধাবী শিক্ষার্থীর ওপর বহিরাগত বখাটে যুবকের বর্বোচিত হামলার জোড়ালো প্রতিবাদ জানান।
এলাকার বসিন্দা মো. মাইনুল গাজী বলেন,‘ এঘটনার সাথে জড়িতদের ন্যায় সংগত বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবিঘেœ পড়ালেখা যাতে করতে পারে এজন্য প্রশাসনের কাছে দাবি জানান এবং ঘটনার সাথে জড়িত বখাটে যুবকের সবোর্চ্চ বিচার দাবি করেন।’ ভুক্তভোগি শিক্ষার্থীর বাবা কান্নাজড়িত কন্ঠে মো. খোকন সিকদার বলেন,্#৩৯; আমার মেয়ে ৮ম শ্রেণিতে এবং মেধাবী ছাত্রী। বিদ্যালয় চলাকালীন সময় বখাটে যুবক হাসান সিকদার ধারালো দেশীয় অস্ত্র রানদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) ভর্তি রয়েছে এবং এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকে বহিরাগত বখাটে যুবক কুপিয়ে রক্তাক্ত করে। ঘটনার সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকরা গুরুতর আহত শিক্ষার্থীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ভুক্তভোগি ওই শিক্ষার্থীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলে ওইদিন বিকেলে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় সদর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) প্রেরণ করেন ।
এই ঘটনার পর বিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত বখাটে যুবক উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের বাসিন্দা হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২২)। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরামুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেশীয় অস্ত্র রানদা উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামী হাসান সিকদার (২২) কে গ্রেপ্তার করেন এবং বেতাগী থানায় ৭ জনকে আসামী করে মামলা করা হয়। মেইলে নিউজ আছে: ছবির ক্যাপশন: আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর ওপর বখাটে যুবকের বর্বোচিত হামলার প্রতিবাদে এবং ন্যায়সংগত বিচারের দাবিতে সহপাঠী শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন করেন।