• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বেতাগীতে মাঠ পর্যায়ে কর্মরতদের তথ্য সংরক্ষন বিষয় কর্মশালা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২১, ২১:২২ অপরাহ্ণ
বেতাগীতে মাঠ পর্যায়ে কর্মরতদের তথ্য সংরক্ষন বিষয় কর্মশালা

স্বপন কুমার ঢালী, বেতাগী থেকেঃ আধুনিক প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে তথ্যের গুনগত মান বৃদ্ধি কল্পে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে মাঠ পর্যায়ে কর্মরতদের পরিবার পরিকল্পনা পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধি স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমের তথ্য মুল্যায়ন ও পরিদর্শন তথ্য সংরক্ষন বিষয় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) সকাল সারে এগারটায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস পরিচালক খান মো. রেজাউল করিম, বিশেষ আতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও বরগুনা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক তাপস কুমার শীল।

স্বাগত বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস ইউনিটের উপ-পরিচালক মো. সফিউল হক।

এ সময় উপজেলা পরিবার পরিকলপনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিবার কল্যান পরিদর্শক মো. গোলাম সরোয়ার নান্নু’র সঞ্চালনায় এতে উপজেলার ১৭ জন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা পরিবার কল্যান পরিদর্শকবৃন্দ অংশ গ্রহণ করে।