এর মধ্যে গত ১৮ এপ্রিল একজন মারা গেছেন এবং আক্রান্ত এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীসহ মোট সাতজন সুস্থ হয়েছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা ডা. রবীন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত দুইজনের নমুনা ১৪ জুন সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়।
গতকাল শুক্রবার রাতে তাদের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ইতোমধ্যে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া বেতাগী থানার কনেষ্টবল রানী পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত মো. ছোবাহান (৫৫) আজ শনিবার রাতে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তিনি বরগুনা হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।