স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে বেতাগীতে উদযাপিত হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে এবং জনসম্পৃক্ততার মধ্য দিয়ে পালিত এ প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে দক্ষিণের জনপদ বেতাগীতে।
র্যালি, সমাবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীরা তাদের প্রিয় দলের প্রতিষ্ঠার দিনটিকে স্মরণীয় করে তুলেছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় ঢাকার রমনা রেস্তোরাঁয় তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপি’র যাত্রা শুরুর ঘোষণা দেন।
প্রতিষ্ঠার পর থেকেই দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের শীর্ষ রাজনৈতিক দলে পরিণত হলেও দীর্ঘ দেড় যুগ ধরে প্রতিকূল পরিবেশে দলটির কার্যক্রম সীমিত ছিল।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও প্রাণ ফিরে পায় বিএনপি। সেই ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় বেতাগী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এরপর সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমার্কেট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর এলাকা।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কোয়েল সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট মনির হোসেন লাভলু,
প্রভাষক মো. মামুন পারভেজ আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন খান,
পৌর যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সিকদার এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান মাসুম।
তারা সবাই বিএনপি’র প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে ভবিষ্যতের রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অন্যদিকে, একই দিন বেতাগীতে বিএনপি’র অপর একটি গ্রুপও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুল ইসলাম পান্না, সাবেক ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জলিল খন্দকার, আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, সাবেক ক্রীড়া সম্পাদক আবুল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোয়েব কবির এবং উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। তাদের আয়োজিত কর্মসূচিতেও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণ করেন।
দুই গ্রুপের আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় রাজনৈতিক প্রাণচাঞ্চল্য। সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জমে ওঠে পৌর এলাকা। প্রতিটি গ্রুপের সমাবেশে বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বিএনপি’র আদর্শ তুলে ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।