স্বপন কুমার ঢালী, বেতাগী:বরগুনার বেতাগীতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বাধীন সংগঠনের এই কমিটিতে সহকারী অধ্যাপক একেএম আবদুল ওয়াদুদ মিয়াকে সভাপতি এবং প্রভাষক মাহাবুবুল আলম সুজন মল্লিককে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত কমিটিতে সহকারী অধ্যাপক আবুল বাসার খান সিনিয়র সহ-সভাপতি, প্রভাষক এবিএম নূরুজ্জামান লিটন যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রভাষক মো. ইদ্রিস সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। একত্রিশ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন করেন বরগুনা জেলা বাকশিসের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন ও সদস্য সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ।
কমিটি গঠনের পরে পরিচিতি পর্বে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার মান নির্ভর করে শিক্ষক সমাজের উপর। তাই শিক্ষকদের মর্যাদা, বেতন-ভাতা এবং ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করতে হবে। নবগঠিত কমিটি শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আরও সুসংগঠিত করবে বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত শিক্ষকরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা বিশ্বাস করেন, একত্রিশ সদস্য বিশিষ্ট এই কমিটি শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং বেতাগী উপজেলার শিক্ষক সমাজকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সহকারী অধ্যাপক একেএম আবদুল ওয়াদুদ মিয়া তাঁর প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষক-কর্মচারীদের দুর্দশার কথা নতুন কমিটি তুলে ধরবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন, বিশেষ করে বেতন কাঠামোতে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থার পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সরকারের কাছে জোরালো দাবি জানাতে হবে।
এ সময় বরগুনা জেলা বাকশিসের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন বলেন, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার দাবিতে কলেজ শিক্ষক সমাজ দৃঢ় অবস্থান নিয়েছে। দেশের ৯৫ ভাগ শিক্ষার্থীদের পাঠদান করালেও স্বাধীনতার ৫৪ বছর পরও এ বৈষম্যের অবসান হয়নি। তিনি আরো বলেন, শিক্ষা হলো জাতি গঠনের প্রধান হাতিয়ার, তাই শিক্ষাকে অবশ্যই জাতীয়করণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিলো এই সকল বৈষম্যের বিরুদ্ধে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের দিকনির্দেশনায় ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে বেতাগীসহ প্রত্যেক উপজেলায় নতুন কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে । আমরা আশা করি, শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন বৈষম্য দূর করে শিক্ষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবো।