স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগীতে পৌরসভা রোড এলাকায় লামিয়া আক্তার (২৫) নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। পরকিয়া প্রেমের কারণে আত্মহত্যা হয়েছে এ দাবি এলাকাবাসীর। বেতাগী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেতাগীর পৌরসভা রোড আলী নেওয়াজের বাসভবনের ভাড়াটিয়া বড় বোনের বাসায় বেড়াতে এসে লামিয়া আক্তার (২৫) নামে একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। লামিয়া আক্তার এর বাবার নাম তোতা মিয়া (৬০)
স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়ার বাড়ি কাঠালিয়ার কচুয়া গ্রামে। বড় মেয়ের বাসা বেতাগী পৌরসভা রোড এলাকায় আলী নেওয়াজ বাসভবনের ভাড়াটিয়া। বড় বোনের বাসায় থাকতো ছোট বোন লামিয়া আক্তার।
বড় বোন তানিয়া আক্তার (৩৫) জানায়, গত রাতে প্রতিদিনের মত আনুমানিক ১২টার দিকে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। সকালে ৯টায় দিকে নাস্তা খেতে ডাকতে গেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পায়।
বাসার মালিক তাৎক্ষণিক থানায় ফোন করলে থানার তদন্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন পরিদর্শনে আসেন। পরে লাশ বেতাগী থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীরা জানান লামিয়ার স্বামী বিদেশ থাকায় কারো সাথে পরকিয়া প্রেম ছিল। যখন এবিষয় জানাজানি হয় তখন আত্মহত্যার পথ বেছে নেয়।
বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, সকালে লামিয়ার আত্মহত্যার খবর পেয়ে তাৎক্ষণিক তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানো জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বেতাগী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।