• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীতে তারন্যের উৎসব উদযাপন

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ১৭:২৯ অপরাহ্ণ
বেতাগীতে তারন্যের উৎসব উদযাপন

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হবে ২০২৫-এর ৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উদযাপন সংক্রান্ত র‍্যালি ও কমিটির সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিক, পৌর বিএনপি’র আহ্বায়ক মো: শাহজাহান কবির, বেতাগী সরকারী কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী,

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি’র সদস্য সচিব মো: মিজানুর রহমান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শাহদাত হোসেন,

উপজেলাসহ ইউনিয়ন পর্যায়েও একযোগে উদযাপন করা হবে এ উৎসব। যোখানে থাকবে ক্রিকেট ম্যাচ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা, যুব সমাবেশ, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, জনসচেতনতা বিষয়ক কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

৪১ দিনব্যাপী এ উৎসবে আরো থাকছে যুব উদ্যোক্তাদের স্থানীয় শিল্প ও পণ্য প্রদর্শনী এবং উদ্যোক্তা সম্মেলন, যুবদের অংশগ্রহণে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব,যুবদের ভাবনা বিষয়ক বিভিন্ন কর্মশালার আয়োজন ও উদ্ভাবনী উদ্যোগ,পরিচ্ছন্নতা অভিযান,প্রতিভা অন্বেষণে কুইজ,বিতর্ক,চিত্রাংকন প্রতিযোগীতা,কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতাসহ বিভিন্ন আয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী বলেন, তারুণ্যের এই উৎসবকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান এবং বীর শহীদদের আত্মত্যাগের চেতনা দৃঢ়ভাবে প্রস্ফুটিত করতে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এই আয়োজনের মূল লক্ষ্য।