• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে  সচেতনতা সভা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ১৯:১৪ অপরাহ্ণ
বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে  সচেতনতা সভা
স্বপন কুমার ঢালী, বেতাগী: দেশের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দেশের চলমান ডেঙ্গু রোগীর সংখ্যা চার ভাগের এক ভাগ বরগুনায় শনাক্ত হয়েছে। বরগুনার বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় জনসাধারণদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (১৪ জুন) সকাল ১০ টায় বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন  প্রধান অতিথি  শুভসংঘের সভাপতি ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: কামাল হোসেন খান।
  বিশেষ অতিথি পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বলেন,’ বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের  অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।’
  এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ’র প্রতিনিধি স্বপন কুমার ঢালী, বসুন্ধরা শুভসংঘের  সভাপতি কামাল হোসেন খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস,  সহকারি শিক্ষক মো. ওমর ফারুক,  সহকারি শিক্ষক মো. আল মামুন, সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারি শিক্ষক কমলেশ চন্দ্র শীল, সহকারি গ্রন্থগারিক আয়শা সিদ্দিকা, সহকারি শিক্ষক মো: বশির আহমেদ কম্পিউটার ল্যাব সহকারি আব্দুর রহমান,    নিরাপত্তাকর্মী আব্দুল আজিজ, আয়া রিনা রানী।
এছাড়া বসুন্ধরা শুভসংঘের বিদ্যালয় শাখার রাকিব, রহিম, অশোক, বর্ন হাওলাদার, বায়েজিদ, শামির, হৃদয় রিপন, শামীম, শাকিল আহমেদ, দ্বীপ দেবনাথ, দ্বীপ হাওলাদার সহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
    শুভসংঘের আয়োজণে  সচেতনতা সভায়  বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সম্পর্কে অবহিত করা হয়।