• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠানে আলোচনা সভা ও নিহতদের স্মরণে দোয়া

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ১৯:১৬ অপরাহ্ণ
বেতাগীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠানে আলোচনা সভা ও নিহতদের স্মরণে দোয়া

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগীতে অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা”। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনন্য অনুষ্ঠানটি এক ভিন্ন আবহ তৈরি করে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি দুই পর্বে সম্পন্ন হয়।

প্রথম পর্বে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো বেতাগীতেও ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান কেন্দ্রীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়।

এ সময় উপস্থিত সবাই দৃঢ় কণ্ঠে সমাজ থেকে বৈষম্য, সহিংসতা ও অন্যায় দূর করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন। এই শপথ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজ পরিবর্তনের এক জীবন্ত প্রতিশ্রুতি হয়ে ওঠে।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে “সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা” বিষয়টি গুরুত্ব পায়। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) হেমায়েত উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াতে ইসলামী, স্থানীয় সাংবাদিক এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের এক আবেগঘন পর্ব ছিল জুলাইয়ে নিহতদের স্মরণে দোয়া। উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্না বলেন, “জুলাইয়ের আত্মদান আমাদের জন্য প্রেরণা। সমাজ পরিবর্তনের পথে তাদের আত্মত্যাগ চিরস্মরণীয়।

বেতাগী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান বলেন, “আজকের এই শপথ আর আলোচনা সভা যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং প্রত্যেকে যার যার অবস্থান থেকে সমাজ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করে—এটাই হোক আমাদের সম্মিলিত কামনা।