• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীতে ছিনতাইয়ের কবলে বিকাশ ব্যবসায়ী  রক্তাক্ত জখম

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ১৮:০৬ অপরাহ্ণ
বেতাগীতে ছিনতাইয়ের কবলে বিকাশ ব্যবসায়ী  রক্তাক্ত জখম

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগী উপজেলায় বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বাজারের নয়ন খান (২৭) নামের এক বিকাশ ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়ে মারধরের শিকার হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টায় উপজেলার ফুলতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের- ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) ভর্তি করানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের চান্দে আলী খানের ছেলে নয়ন খান ফুলতলা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

বাড়ি যাওয়ার পথে ফুলতলা বাজার-সংলগ্ন নির্জন রাস্তায় কয়েকজন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে।

প্রথমে তারা ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও বিকাশের লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এতে নয়ন প্রতিবাদ করলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি মারধর করে । তার ডান চোখ উপরে ফেলার চেষ্টা করে এবং মাথায় আঘাত করে থ্যাতলে দেয়।

নয়ন একা থাকায় বেদম মারধরের পর গুরুতর জখম অবস্থায় রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়।

এসময় ছিনতাইকারীরা নয়নের কাছ থেকে প্রায় ৬৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।

স্থানীয়রা নয়নকে উদ্ধার করে বরিশাল শের- ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) ভর্তি করানো হয়েছে।

ফুলতলা বাজারের ঔষুধ ব্যবসায়ী মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ফুলতলা বাজার গাবুয়া গ্রাম পর্যন্ত সংযোগ সড়কটি রাস্তা দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে থাকে।

এভাবে একজন ব্যবসায়ীকে মারধর করলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।  ফুলতলা বাজারের একাধিক  ব্যবসায়ী বলেন, নয়ন  ওপর হামলার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা। বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন,‘ থানায় অভিযোগ নিয়ে কেউ আসেনি।

তবে নয়ন বরিশাল চিকিৎসাধীন রয়েছে। কান্নাজড়িতকন্ঠে গুরুতর আহত নয়নের মা কোহিনুর বেগম বলেন,‘ নয়নকে হত্যা করতে চেয়েছিল।

বেদম মারধর করে রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে দেয়। আমার বাবারে বাঁচাইছে আল্লাহ। আমার বাবারে যারা খুন করতে চেয়িেছল তাদের কঠিন বিচার চাই।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শিগগিরই অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।