• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রদল সভাপতি পলাতক

বেতাগীতে চাঁদাবাজীর অভিযোগে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ১৮:৪১ অপরাহ্ণ
বেতাগীতে চাঁদাবাজীর অভিযোগে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদার (২৫)কে শনিবার গভীর রাতে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। তাকে রবিবার সকাল ১০ টায় বরগুনা জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হেলাল হোসেন দিনাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারের বিরুদ্ধে জাহিদ হাসান নামে এক ব্যক্তি চাঁদাবাজীর অভিযোগ উল্লেখ করে বেতাগী থানায় মামলা করেন। এছাড়া মামলার বিবরণীতে ৮/১০ জনকে অজ্ঞাত আসামী উল্লেখ করা হয়েছে।

বেতাগী থানা পুলিশ শনিবার গভীর রাতে বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এসময় ১ নম্বর আসামী বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭) বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

এবিষয় বেতাগী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবির বলেন,’ ছাত্রদলের পদ পদবী থেকে চাঁদাবাজি করলে বা কোন অপকর্ম করলে এর দ্বায়ভার দল নিবে না, বরং কর্ম প্রমানিত হলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন খান বলেন, চাঁদাবাজীর অভিযোগে বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদার (২৫)কে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।