• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীতে এমপি সুলতানা নাদিরার মতবিনিময়

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১৩:১৫ অপরাহ্ণ
বেতাগীতে এমপি সুলতানা নাদিরার মতবিনিময়
স্বপন কুমার ঢালী, বেতাগী:  বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার বেতাগীতে শুভাগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ ফ্রেরুয়ারি) দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরগুনা-২ আসনের এমপি সুলতানা নাদিরা ।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমশিনার (ভূমি) বিপূল সিকদারের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি, বেতাগী থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজীজ, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, বেতাগী সরকারি কলেজের অধ্যাপক মাসুদুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা: নাহিদা ফারজাহানা শান্তা, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জিএম অলি উল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, গনমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে বেতাগী উপজেলা পরিষদ, বেতাগী পৌরসভা ও উদীচী শিল্পী গোষ্ঠির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।