• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গণধর্ষণ, গ্রেফতার ২

বিডিক্রাইম
প্রকাশিত মে ৭, ২০২৪, ১৬:২৩ অপরাহ্ণ
বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গণধর্ষণ, গ্রেফতার ২

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥  চট্টগ্রামে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় সাগর (১৯) এবং আক্তার (৩০) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ও সোমবার রাতে তাদের গ্রেফতার করে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। পুলিশ এরইমধ্যে দুই আসামিকে আদালতে পাঠিয়েছে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ৩ মে সন্ধ্যায় গ্রেফতার সাগর ডবলমুরিং এলাকা থেকে সাগর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলে এক তরুনীকে নিয়ে পরিচিত সিএনজি অটোরিকশা চালক আরেক আসামি আক্তারের গাড়িতে উঠেন। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সাগর চলন্ত গাড়িতে তরুনীকে ধর্ষণ করে। এরপর নির্জন স্থানে গাড়ি থামিয়ে ভয়ভীতি দেখিয়ে তরুনীকে ধর্ষণ করে চালক আক্তার। ১১টার দিকে ভিকটিমকে ডবলমুরিং এলাকায় নামিয়ে দেওয়া হয়।’

কাজী মোঃ. তারেক আজিজ আরও বলেন, ‘ঘটনাটির বিষয়ে অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযানে নামে। রোববার রাতে আসামি সাগরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশি অভিযানের টের পেয়ে ভোলায় পালিয়ে যাওয়ার সময় সোমবার রাতে হালিশহর বড়পোল বাসস্ট্যান্ড থেকে আসামি সিএনজি চালক আক্তারকে গ্রেফতার করা হয়।