• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বৃদ্ধ পিতাকে পিটিয়ে হাড় ভেঙ্গে দিয়েছে পুত্র

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১৩:২০ অপরাহ্ণ
বৃদ্ধ পিতাকে পিটিয়ে হাড়  ভেঙ্গে দিয়েছে পুত্র

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মানিক সরদার নামে এক বৃদ্ধকে পিটিয়ে বুকের হাড় ভেঙ্গে দিয়েছে তারই বখাটে পুত্র আলাউদ্দিন সরদার। বখাটে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত বৃদ্ধ মানিক সরদারকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে।

আহত মানিক সরদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত বৃদ্ধের বড় ছেলে রাসেল সরদার জানান, তার পিতা চাচার কাছ থেকে তাদের দুই ভাইয়ের নামে জমি ক্রয় করেন। পিতার ক্রয়কৃত ওই জমির আলাউদ্দিনের অংশে তার বাবা খড়ের গাদা দিতে চান। এতে পুত্র আলাউদ্দিন বাঁধা প্রদান করেন।

এ নিয়ে তর্ক বির্তকের এক পর্যায়ে পুত্র আলাউদ্দিন লাঠি দিয়ে তার পিতার উপর আঘাত করে। এতে মানিক সরদারের বুকের বাম পাশের হাড্ডি ভেঙ্গে যায় এবং হাতে গুরুতর আঘাত প্রাপ্ত হন। আহত মানিক সরদার জানান, পুত্র আলাউদ্দিন এর পূর্বেও বিভিন্ন সময় তাকে মারধরের হুমকি দিত। কিন্তু মঙ্গলবার রাতে খড়ের গাদা নিয়ে তর্কের এক পর্যায়ে লাঠিয়ে আমাকে আঘাত করে। এব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।