• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিসিসির মেয়র এর শোক

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯, ১৪:০৩ অপরাহ্ণ
বিসিসির মেয়র এর শোক

খবর বিজ্ঞপ্তী ॥
বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য। ভোলা-৩ অসনের, সংসদ সদস্য, আলহাজ্জ্ব নুরুন্নবী চৌধুরী শাওন পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী-সমাজসেবক ও দানবীর আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্।

আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী বুধবার ভোর ৪ টা ২৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় ঢাকা রমনা মধুবাগ মাঠে প্রথম জানাজা, সকাল ১০ ঘটিকার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দ্বিতীয় জানাজা শেষে, হেলিকপ্টার যোগে নিজ মাতৃভূমি লালমোহন এর উদ্দেশ্য রওয়ানা হবেন। পরবর্তীতে লালমোহন তৃতীয় জানাজা শেষে, তার শেষ ইচ্ছা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী বিদেহি আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।