• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্ব হাত ধোয়া দিবসে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৩, ১৭:১৬ অপরাহ্ণ
বিশ্ব হাত ধোয়া দিবসে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

বিডি ক্রাইম ডেস্ক,বরিশাল ॥ ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া উপজেলা পরিযদ প্রাঙ্গণে শিক্ষার্থী সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিযদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পরিষদের সামনে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সচেতনতা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল খান, নারী ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী জিহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। সচেতনতা সভায় শিক্ষার্থীদের হাত দেওয়ার প্রশিক্ষণ ও কৌশল এবং হাত ধোয়ার উপকারিতা বিষয়ে শেখানো হয়।