• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বে সর্বাধিক বিক্রিত ১০ স্মার্টফোন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৯, ২২:৫৬ অপরাহ্ণ
বিশ্বে সর্বাধিক বিক্রিত ১০ স্মার্টফোন

এ বছর স্মার্টফোন বিক্রিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল সবচেয়ে এগিয়ে আছে। সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে অ্যাপলের দুইটি মডেল।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩য় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকার শীর্ষে আইফোন এক্সআর মডেলটি রয়েছে। এ স্মার্টফোনটি বাজারের ৩ শতাংশ দখল করে নিয়েছে। তালিকায় বাকি স্থানগুলো অপো, শাওমি ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলো জায়গা দখল করে নিয়েছে।

এখন তবে জেনে নিন সবচেয়ে বেশি বিক্রিত ১০ স্মার্টফোনের নাম-

১. আইফোন এক্সআর

গত বছরের সেপ্টেম্বর মাসে অ্যাপল আইফোন এক্সআর মডেলটি লঞ্চ করে। প্রথম দিকে খুব বেশি সাড়া না ফেললেও কিছুটা দাম কমার পর ফোনটির বিক্রি দ্রুত বাড়তে থাকে। টানা ৪ প্রান্তিক জুড়ে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রির তালিকাতে জায়গা করে নিয়েছে এক্সআর।

২. স্যামসাং এ১০

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং এ বছরের ফেব্রুয়ারিতে সাশ্রয়ী বাজেটের স্মার্টফোন এ১০ বাজারে আনে। এক্সিনোস ৭৮৮৪ প্রসেসরের ৬ দশমিক ২০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে ও ২ জিবি র‍্যামের এই স্মার্টফোনটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় ২য় স্থান দখল করে নিয়েছে।

৩. স্যামসাং গ্যালাক্সি এ৫০

সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকার ৩য় স্থানেও আছে স্যামসাং কোম্পানির গ্যালাক্সি এ৫০। ৩ ক্যামেরার মিড রেঞ্জের গ্যালাক্সি এ৫০ স্মার্টফোনটি বেশিরভাগ গ্রাহকেরই নজর কেড়ে নিয়েছে।

৪. অপো এ৯

৪র্থ স্থান দখল করে নিয়েছে অপো। এদের মধ্যে এ৯ মডেলের স্মার্টফোনটি সবচেয়ে এগিয়ে আছে। ডুয়েল ক্যামেরার ৬ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে ৪ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে।

৫. আইফোন ১১

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে আইফোন ১১ রয়েছে তালিকার ৫ নম্বরে। ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে রয়েছে ৩টি ক্যামেরা।

৬. অপো এ৫ এস

চীনা স্মার্টফোন নির্মাতার এন্ট্রি লেভেলের অপো এ৫ এস ফোনটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকার ৬ষ্ট অবস্থানে আছে।

৭. স্যামসাং গ্যালাক্সি এ২০

চলতি বছরে স্যামসাং ব্র্যান্ডের ৩য় যে ফোনটি শীর্ষে আছে তা হচ্ছে গ্যালাক্সি এ২০। নতুন এ স্মার্টফোনটি বাজেট ডিভাইস হিসেবে গ্রাহকের আগ্রহের কেন্দ্রে ছিল।

৮. অপো এ৫

পেছনে কোয়াড ক্যামেরা সেটআপের ফোনটিকে ক্যামেরা বৈশিষ্ট্যের কারণে ক্রেতারা অপো এ৫ ফোনটি অনেক পছন্দ করেছে। এ কারণে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় ৮ম স্থানে রয়েছে স্মার্টফোনটি।

৯. শাওমি রেডমি৭ এ

গ্রাহকরা এ বছর চীনা প্রতিষ্ঠানটির তৈরি এন্ট্রি লেভেলে স্মার্টফোন রেডমি ৭এ মডেলটিকে পছন্দের দিক থেকে এগিয়ে রেখেছেন। তাই তো সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমির একটি মডেলের স্মার্টফোন জায়গা করে নিতে পেরেছে।

১০. হুয়াওয়ে পি ৩০

এ বছর স্যামসাংকে টেক্কা দেওয়ার চেস্টা করেছে হুয়াওয়ে। চীনা প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের ২য় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা। মার্চ মাসে লঞ্চ হওয়া হুয়াওয়ে পি৩০ সিরিজের স্মার্টফোনটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া তালিকার ১০ম স্থানে জায়গা করে নিয়েছে।