• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন ট্র্যাজেডি

বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ২০:২৪ অপরাহ্ণ
বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

সোমবার (২৮ জুলাই) দুপুরের ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া গ্রামে গিয়ে মাসুমার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

এসময় বিমান বাহিনীর সদস্যরা মাসুমার স্বামী-সন্তানসহ পরিবারের খোঁজ খবর নেন। পরে মাসুমার পরিবার, স্থানীয় মসজিদ ও মক্তবে খাবার বিতরণ করেন।

বিমান বাহিনীর বরিশালের উপ-অধিনায়ক উইং কমান্ডার এবিএম সারোয়ার জাহান জানান, নিহত ও আহত পরিবারকে সব ধরনের সহযোগী করা হবে। দুর্ঘটনার তদন্ত সুষ্ঠুভাবে হবে এবং সব তথ্যই সঠিকভাবে দেওয়া হবে।